স্টাফ রিপোর্টারঃ বাইতুল নাজাত জামে মসজিদের উন্নয়ন কার্যক্রমের জন্য HDT এর পক্ষ থেকে সর্বমোট ১ লক্ষ টাকা, পিরোজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন মহাদয়ের হাত থেকে মসজিদের ইমামের কাছে প্রদান করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন HDT এর পরিচালক জনাব মেহেদী হাসান, সদস্য হাফিজুর রহমান হাফিজ,বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি অমিত বিশ্বাস, প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান, সদস্য আব্দুল্লাহ আল জুবায়ের প্রমুখ। এসময়ে জেলা প্রশাসক মহোদয় বলেন HDT, বাবুই পিরোজপুরের সনামধন্য সামাজিক সংগঠন এরা সমাজের অবহেলিত অসহায় মানুষকে স্বাবলম্বী করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। আমি জেলার প্রশাসক হিসেবে এই কাজগুলোর সাথে থাকতে পেরে আনন্দিত। এভাবেই সকলের সহযোগিতা পেলে আমরা সকলে মিলে এ দেশ গড়তে পারবো। তিনি HDT এর প্রতিষ্ঠাতা Md Nasir Uddin Howlader সহ সকল দাতা সদস্যদেরকে ধন্যবাদ প্রদান করেন এবং মসজিদের কাজে সহযোগিতার আশ্বাস দেন। বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান বলেন,আমরা সামাজিক সংগঠন গুলো পিরোজপুরের জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি তিনি সময় সুযোগ পেলেই আমাদের খোঁজ খবর নেন পাশে এসে দাঁড়ান। তিনি আমার দেখা মানবিক ও সামাজিক উন্নয়ন বান্ধব জেলা প্রশাসক । তার হাত থেকে অনুদানের অর্থ মসজিদে দিতে পেরে আমরা ভাল কাজ করার উৎসাহ পাচ্ছি।