পিরোজপুরে ফুড পান্ডার কার্যক্রম বৃহস্পতিবার বিকেল তিনটায় সরকারি সোহরাওয়ার্দী কলেজের সম্মুখে “কলেজ ক্যাফের” আয়োজনে উদ্ভোদন করা হয়।
এসময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুরের মাননীয় জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন,সাথে ছিলেন কলেজ ক্যাফে পিরোজপুর এর পরিচালক প্রকৌশলী আলহাজ্ব শামিম খান,পরিচালক(সার্বিক)সাংবাদিক জুবায়ের আল মামুন, ফুড পান্ডার সিটি ম্যানেজার আসিফ উদ্দিন মল্লিক,এরিয়া অপারেশন ম্যানেজার সামছুল আরেফিন,এ্যাকশন ম্যানেজার সৈয়দ তোহা,বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ আবু মুসা,কর্মকর্তা সাকিব খান,কর্মকর্তা মানব মজুমদার।
ফুডপান্ডা একটি মোবাইল খাদ্য সরবরাহ বাজার যা বার্লিন ভিত্তিক সংস্থা ডেলিভারি হিরো এসই এর মালিকানাধীন এবং প্রায় 50 টি দেশে কাজ করে। এটি বেশিরভাগ এশিয়া প্যাসিফিক, বুলগেরিয়া এবং রোমানিয়ায় সক্রিয়। এটির সদর দফতর জার্মানির বার্লিনে। উদ্ভোদন শেষে একটি মটর শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদিক্ষিন করে জনগনের মাঝে ব্যপক সারা ফেলে।