খুলনায় আজ ৫ অক্টোবর সকাল ১০ টায় সোনাডাঙ্গায় অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের শুভ উদ্ভোধন করা হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও বায়োফ্লক ট্যাংকে মাছের পোনা অবমুক্ত করেন(ভার্চুয়ালি) যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আক্তারুজ জামান খান কবির,মহাপরিচালক(অতিরিক্ত সচিব)। উপ পরিচালক(চঃদাঃ) খুলনা মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিপার্টমেন্ট খুলনা বিশ্ববিদ্যালয়,উপপরিচালক(বিসিএস প্রশাসন ২২ তম ব্যাচ)বাংলাদেশ কর্মচারী কল্যান বোর্ড,খুলনা। এসময়ে স্বাগত বক্তব্য প্রদান করেন,এইচ,এম,নুরুজ্জামা, ডেপুটি কো-অডিনেটর,যুব প্রশিক্ষণ কেন্দ্র খুলনা।