পিরোজপুর অফিসঃ আজ ১৭ মার্চ ২০২১ পিরোজপুর সদর ১২৯ নম্বর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন পিরোজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। তিনি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে শিশুদের নিয়ে কেক কাটেন ও শিশুদের মাঝে মিষ্টি বিতরন করেন। এ ছাড়া তিনি চিত্রাংঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরন করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষিকা শাহানাজ বেগম।